Download Kotha App
ইতিহাসের কথা
2020-05-31T04:00:06.520Z
টাইটেল : বন্দিদশা হতে ফিরে শেখ মুজিবের অমূল্য ও চিরস্থায়ী অবদান । জাতির প্রতি শেখ মুজিবুর রহমানের সেরা অবদান হচ্ছে নবজাত রাষ্ট্রকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত হওয়ার রাহুগ্রাস ঠেকানো । কিন্তু কি করে তা করলেন? বন্দিদশা হতে ফিরে এসেই প্রথমে তিনি যা যা করলেন তা হলো : ১। বাংলাদেশের মাটি হতে ভারতীয় সৈন্যের অপসারণ ; ২। পাকিস্তানিদের চলে যাওয়ার ফলে সৃষ্ট শুন্য উচ্চ সরকারি পদসমূহ ভারতীয় কর্মকর্তা কর্তৃক পূরণ রহিতকরণ ; ৩। যুদ্ধে বিদ্ধস্ত এবং অবরুদ্ধ চট্টগ্রাম ও মংলা বন্দরদ্বয়কে পুনর্বাসন না করে কোলকাতা বন্দরের মাধ্যমে বহির্বাণিজ্য পরিচালনার ভারতীয় প্রস্তাব বাস্তবায়নে অস্বীকৃতি। ৪। ৯৩ হাজার পাকিস্তানী যুদ্ধবন্দী সেনার মুক্তির বিনিময়ে পাকিস্তানে আটক ৩০ হাজার বাঙালি সশস্ত্র বাহিনী সদস্যসহ ৪ লক্ষ বাংলাদেশী নাগরিক ও কর্মকর্তার স্বদেশ প্রত্যাবর্তনের ব্যবস্থাকরণ। লেখনীতে : মাহিম। ছবি : পিন্টারেস্ট থেকে কালেক্টেড।
4 comments.
Sopneel Akash
2020-05-31T04:04:20.871Z
ফলো করে মেসেজ দিন ফলো ব্যাক পাবেন
Mir Arif
2020-05-31T04:41:26.305Z
সুন্দর লেখনী
mr_Siddiqqqquur_@#4
2020-05-31T06:16:49.427Z
ইতিহাসের কথা
2020-06-21T15:00:50.033Z
কমেন্টের জন্য আপনাদের অসংখ ধন্যবাদ। ইতিহাসের কথা আপনাকে রিকোয়েস্ট করবে, আপনি ইতিহাসের কথা প্রোফাইল টি অথবা প্রথম ২টি বাংলাদেশ সম্পর্কিত পোস্ট অথবা যেকোনো একটি পোস্ট শেয়ার করে সকলকে ইতিহাস জানতে উৎসাহিত করুন। আজ না পারলে কালকেও করতে পারেন।ধন্যবাদ♡