Download Kotha App
ইতিহাসের কথা
2020-08-08T03:53:37.146Z
টাইটেল : সূর্য বিস্ফোরণের দিন। নতুন পর্ব ; নাম - ২১শে ফেব্রুয়ারী। ৭ পর্বের আলোচনা জানতে আমাদের সাথেই থাকুন। ৮ই ফাল্গুন, ২১শে ফেব্রুয়ারী, বৃস্পতিবার। ফুলার রোড ও তার আশেপাশের ছাত্র এলাকা কুয়াশা-জাগা আবছা ভোরে স্তব্ধতায় ঢাকা। ছাত্রদের মনের গভীরে ঢেউ তোলা টেনশনের কোনো ইঙ্গিত সেখানে নেই। হরতালের সফল চেহারা সত্ত্বেও এই ছাত্র এলাকা দিয়েই যে দু-একটা রিক্সা যাতায়াত করছে না এমন নয়। ক্কচিৎ দু-একটা গাড়ি। সেই আবছা ভোরেই মেডিকেল ব্যারাকের কয়েকজন ছাত্র পিকেটিং এর জন্য পথে নেমে এসেছে। আলী আজমল, নবাব হোসেনদের মতো একটু জঙ্গি চেহারার ছাত্র ছাড়াও শুকনো পাতলা আরো একজন রাস্তায় জমায়েত হয়েছে। উদ্দেশ্য, হরতালের চেহারাটা একটু দেখে নেয়া। সেদিন বাংলা-বিরোধী "মর্নিং হাউস" পত্রিকার "ভয়েস অফ ন্যাশন" লেখা "অস্টিন ভ্যান" গাড়িটাকে আজমল ও তার সঙ্গী ধাওয়া করেছিল ধরবে বলে। এমনকি ফুলবাড়ীয়া রেলস্টেশনগামী একটি রিক্সাকেও সে রেহাই দেয়নি। রোদ উঠতেই ব্যারাকের দক্ষিণ-পশ্চিম গেট দিয়ে বকশীবাজারের দিক থেকে নবকুমার স্কুলের এবং জগন্নাথ কলেজের ছাত্র একে একে এসে জমায়েত হতে শুরু করেছে, কলাভবনে আমতলার সভায় যোগ দেবে বলে। পার্টিকর্মী মৃণাল বাড়রি এবং মেডিকেল কলেজের ছাত্র মঞ্জুর হোসেনের উচ্চকণ্ঠের হাসিও কেন জানি সেদিনকার জমাট অস্বস্তি ঝেড়ে ফেলতে পারেনি। সবার মুখেই ১৪৪ ধারা ভাঙ্গার বিষয় নিয়ে আলাপ-আলোচনা চলছে। বেলা বাড়তেই ছেলেরা নানা পথ ধরে কলাভবনের প্রাঙ্গনে হাজির হতে শুরু করেছে। কেও পেছনের রেল লাইন ধরে, কেও হাসপাতাল ও কলাভবনের মধ্যকার একটু ভাঙ্গা পাঁচিল ডিঙিয়ে। কেও কেও আবার মধুর ক্যান্টিনে পরিচিতদের সাথে আলাপ জমাচ্ছে। আমতলায় ভীড় জমাচ্ছে আস্তে আস্তে। স্কুল কলেজের ছেলেরা আসছে, মিছিল করে নয়, ছোট ছোট দলে ভাগ হয়ে। রিভিউয়ার : মাহিম। ছবি : পিন্টারেস্ট থেকে নেওয়া। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আমাদের সাথেই থাকুন। ইতিহাসের কথার সাথে যোগাযোগ করতে চাইলে নিম্নোক্ত সোশ্যাল মিডিয়ার লিঙ্কে ক্লিক করে যোগাযোগ করতে পারেন। আমরা সর্বদা থাকবো আপনার পাশে। ☆ 𝙤𝙛𝙛𝙞𝙘𝙞𝙖𝙡 : Telegram Channel : t.me/itihasherkotha Telegram Group : t.me/itihasherkothagroup Pinterest ( For Some Historical Pin ) : https://www.pinterest.com/its_me_nitmahim/ ☆ 𝙥𝙚𝙧𝙨𝙤𝙣𝙖𝙡 : Facebook : https://www.facebook.com/nit.mahim Imstagram : www.instagram.com/_______badboy__ Twitter : https://mobile.twitter.com/hydrogen__boom_ Related Fb Page : https://www.facebook.com/kothon.official.24/ Related Youtube Channel : Search in Youtube "To know in a new way" Personal Kotha Account : https://link.kotha.app/app/user/preview/34bjz5jf4 ধন্যবাদন্তে Nit Mahim♡
0 comments.