Download Kotha App
ইতিহাসের কথা
2020-08-10T03:58:32.186Z
টাইটেল : আমতলায় ছাত্রসভা। ২১শে ফেব্রুয়ারী ; পর্ব - ২ || আপনারা প্রথম পর্বটি এই লিঙ্কে ক্লিক করে পড়ে আসুন। Link : https://link.kotha.app/app/feed/preview/5f2e21c133d50e0012c587dd কলাভবনের সামনের রাস্তায় লাঠিহাতে সারিবদ্ধ পুলিশ। হয়তো সেই মুহূর্তে ঠিক কি করবে নির্দেশ না থাকায় ওরা ছাত্রছাত্রীদের ছোট ছোট দলগুলোকে তখন তাড়া করেনি। অবশ্য কিছুক্ষণের মধ্যেই ওদের প্রস্তুতি আরো জোরদার হয়। সহকর্মীদের পাশে অবস্থান নিতে থাকে কিছু সংখ্যক সশস্ত্র পুলিশ। ছাত্রদের অধিকাংশই রোদে দাঁড়িয়ে ছোট ছোট গ্রুপে কথাবার্তা চালাচ্ছে। কেও শান্ত গলায়, আবার কারো কণ্ঠে উত্তাপ। মধুর ক্যান্টিনে জটলা, তর্ক, চা, সিগারেট সবই চলছে। আলোচনার বিষয় একটিই, ১৪৪ ধারা ভাঙা কিংবা না ভাঙা। অধিকাংশই ভাঙার পক্ষে, মিছিলের পক্ষে। হঠাৎ করে কে যেনো পিছন থেকে তাড়া দিলো সভার কাজ শুরু করে দেবার জন্য। অনর্থক শামসুল হক, নেওয়াজ খাঁন, কাজী গোলাম মাহবুবের সাথে তর্কে সময় নষ্ট না করে। শামসুল হক ফিরে তাকালেন। বুঝতে পারা গেলো না কে বা কারা কথাগুলো বলছে। শুরু হয়ে গেলো আমতলার সভা। গাজিউল হক সভাপতি। আবারও শামসুল হক চেষ্টা করতে গেলে ছাত্রজনতার জন্যে ব্যর্থ হন। এরপর ছোট্ট অথচ তীব্র বক্তব্য রাখলেন মতিন সাহেব ১৪৪ ধারা ভেঙে মিছিল নিয়ে পরিষদ ভবনে এগিয়ে যাবার পক্ষে। এবার সামাদ একই সুরে গাইলেন। ১৪৪ ধারার প্রস্তাব গৃহীত হলো। উপস্থিত ছাত্রদের অস্থিরতার কারণে পঞ্চাশ মিনিটে সভার কাজ দ্রুত শেষ করে সভাপতি গাজিউল হক তার অতি সংক্ষিপ্ত ভাষণ শেষে ১৪৪ ধারা ভাঙার সিদ্ধান্ত ঘোষণা করতেই সম্মিলিত কণ্ঠের উত্তেজিত ঘন্টার মতো শব্দগুলো বেজে উঠতে থাকলো : "ভাঙতে হবে"। সেই সঙ্গে "রাষ্ট্রভাষা বাংলা চাই", "রাজবন্দীদের মুক্তি চাই" ইত্যাদি গগন-বিদারী হাঁক আমতলা-বেলতলা সরগরম করে তুললো। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ৭ পর্বের "২১শে ফেব্রুয়ারী" আলোচনাটি জানতে আমাদের সাথেই থাকুন। Reviewer : Nit Mahim. Photo : collected from Pinterest. ইতিহাস সম্পর্কিত কোনো কিছু জানতে বা জানাতে নিম্নোক্ত লিংকে ক্লিক করে যোগাযোগ করতে পারেন। আমরা সর্বদা থাকবো আপনার পাশে। ☆ 𝙤𝙛𝙛𝙞𝙘𝙞𝙖𝙡 : Telegram Channel : t.me/itihasherkotha Telegram Group : t.me/itihasherkothagroup Pinterest (𝒇𝒐𝒓 𝒉𝒊𝒔𝒕𝒐𝒓𝒚 𝒓𝒆𝒍𝒂𝒕𝒆𝒅 𝒑𝒊𝒏 & 𝒑𝒉𝒐𝒕𝒐) : https://www.pinterest.com/its_me_nitmahim/ Gmail Account : [email protected] ☆ 𝙥𝙚𝙧𝙨𝙤𝙣𝙖𝙡 : Facebook : https://www.facebook.com/nit.mahim Instagram : www.instagram.com/_______badboy__ Twitter : https://mobile.twitter.com/hydrogen__boom_ ☆ 𝙧𝙚𝙡𝙖𝙩𝙚𝙙 : Related Facebook Page : https://www.facebook.com/kothon.official.24/ Related Youtube Channel : To know in a new way. Personal kotha Account : https://link.kotha.app/app/user/preview/34bjz5jf4 ধন্যবাদন্তে Nit Mahim♡
0 comments.