Download Kotha App
ইতিহাসের কথা
2020-08-14T03:33:05.595Z
টাইটেল : চলো অ্যাসেম্বলি ভবন। একুশে ফেব্রুয়ারী ; পর্ব - ৪ || আপনি চাইলে পূর্বের পোস্টটি এই লিংকে ক্লিক করে পড়ে আসতে পারেন। লিংক : https://link.kotha.app/app/feed/preview/5f3366cf33d50e0012c5a3b9 ধুলো, ঘাম, ধোঁয়া, চিৎকার, শ্লোগান আর বাতাসে ভাসা তীব্র ঝাঁঝালো গন্ধ এলাকার চেহারাই পাল্টে দিলো। শুরু হয়ে গেছে এক ধরণের অসম খণ্ডযুদ্ধ। ঢিল বনাম টিয়ার গ্যাস। বাইরে রাস্তায় সেই সঙ্গে লাঠিচার্জের অতিরিক্ত পাওনা। কিছুক্ষনের মধ্যেই আমতলা প্রায় শুন্য। মধুর ক্যান্টিনে তখনো দু চার জনকে দেখা যাচ্ছে। ওদিকে চেয়ে শেষ কয়েকজন ছাত্র দেয়াল টপকে ওপারে চলে গেলো। সেদিন আমতলা থেকে বেরিয়ে যাবার একই লক্ষ্য : চলো অ্যাসেম্বলি ভবন। আমতলা থেকে মেডিকেল ব্যারাক হয়ে বা না-হয়ে পরিষদ ভবনে পৌঁছানো, উদ্দেশ্য পরিষদ ভবন ঘেরাও। কিন্তু কাজটি মোটেও সহজ ছিল না। প্রতি পদক্ষেপে বাধা। তাই খণ্ডযুদ্ধ বেশ জমজমাট হয়ে উঠলো যখন বিভিন্ন পথে ছাত্ররা ব্যারাক প্রাঙ্গনে এসে জমায়েত হতে শুরু করেছে, এসে পড়েছে ফুলার রোডের বুকে হাসপাতালের গেট বরাবর। পলিসি কিন্তু চুপচাপ কলাভবনের সামনের রাস্তায় দাঁড়িয়ে থাকেনি। ওরাও দ্রুত এসে এদিকেই অবস্থান নিতে শুরু করেছে। অর্থাৎ সংঘর্ষ কলাভবনের সামনে থেকে মেডিকেল ব্যারাকের সামনের রাস্তা পর্যন্ত ছড়িয়ে পড়তে শুরু করেছে। এরই মধ্যে টিয়ার গ্যাসের অত্যাচার জবা ফুলের মত টকটকে লাল চোখের আবেদনে সাড়া দিতে গিয়ে সেবিকাদের হাত দিয়েই ইমার্জেন্সির "লিকুইড পারফিন" এর রিসার্ভ স্টক পর্যন্ত শেষ। কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। :একুশে ফেব্রুয়ারী" র ৭ পর্বের আলোচনা জানতে আমাদের সাত থাকুন। Reviewer : Nit Mahim Photo : Collected from Pinterest. Pinterest link : https://www.pinterest.com/its_me_nitmahim/ আমাদের সাথে যোগাযোগ করতে চাইলে টেলিগ্রামে জয়েন হতে পারেন। আমরা সর্বদা আপনার পাশে থাকবো। Telegram Channel : t.me/itihasherkotha Telegram Group : t.me/itihasherkothagroup Personal Kotha Account : https://link.kotha.app/app/user/preview/34bjz5jf4 ধন্যবাদন্তে Nit Mahim♡
0 comments.